Logo
Logo
×

জাতীয়

খালেদা জিয়ার সঙ্গে কী কথা হলো সেনাপ্রধানের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫২

খালেদা জিয়ার সঙ্গে কী কথা হলো সেনাপ্রধানের

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে সস্ত্রীক গিয়ে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যর খোঁজ খবর নিয়েছেন সেনাপ্রধান। 

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮ টা ৩০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান।

বিএনপির মিডিয়া সেলের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেসময় মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর সেনাপ্রধানকে স্বাগতম জানান।

জেনারেল আকবরের বরাত দিয়ে ওই বার্তায় বলা হয়, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান। প্রায় ৪০ মিনিট সেনাপ্রধান ও তার স্ত্রী বিএনপি চেয়ারপারসনের বাসভবনে অবস্থান করেন।

এদিকে, একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আগামী নির্বাচনের বিষয়টিও এসেছে।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় বিএনপির চেয়ারপারসনকে। এর মধ্য দিয়ে এক যুগ পর সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে অংশ নেন খালেদা জিয়া। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারারুদ্ধ হবার পর এটিই ছিল তার প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়া।

৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস,কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময়ে চিকিৎসা নিতে হয়েছে।

চিকিৎসকরা জানান, খালেদা জিয়াকে এমন এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়া হবে, সেখানে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকতে হবে। খালেদা জিয়ার সঙ্গে যারা যাবেন তাদের পাসপোর্ট ভিসা হয়ে গেছে। ১৫ জন যাবেন। উন্নত চিকিৎসার জন্যে আগামী ৭ জানুয়ারি লন্ডন যাওয়ার কথা রয়েছে তার।

Logo

অনুসরণ করুন