
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ ৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করেছেন। গত রবিবার একটি ফিটনেস সেন্টারে আংটি বদল করেন তিনি। কনের নাম শেহনাজ পারভীন শিমু। এরপর থেকে আলোচনা চলছে কে এই তরুণী?
ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে শিমুর হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। উপস্থিত সবাই হাত নানাভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কনে শেহনাজ পারভীন শিমুর বাড়ি ঠাকুরগাঁও। সেখানেই তিনি বেড়ে উঠেছেন। শৈশব থেকেই ক্রীড়া ও ফিটনেসের প্রতি আগ্রহী ছিলেন। শিমু ঠাকুরগাঁওয়ের একটি রাগবি ক্লাবে কোচ হিসেবে কাজ করেছেন। পরে ঢাকায় বিভিন্ন ফিটনেস সেন্টারে ট্রেইনার হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি সোহেল তাজের মালিকানাধীন ইনস্পায়ার ফিটনেস সেন্টারে ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
ধারণা করা হচ্ছে, শিমুর সঙ্গে সোহেল তাজের পরিচয় এই ফিটনেস সেন্টারেই হয়। এখান থেকেই তাদের সম্পর্কের শুরু। গত রবিবার, সোহেল তাজ শিমুর হাতে আংটি পরিয়ে দেন এবং সবার সামনে তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হয়।
নেটিজেনরা মন্তব্য করছেন, দীর্ঘদিন ধরে ফিটনেসের সঙ্গে জড়িত সোহেল তাজের জীবনে এটি একটি বিশেষ মুহূর্ত। অনেকেই তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন এবং তাদের একসঙ্গে পথ চলার জন্য আনন্দ প্রকাশ করেছেন।
এ বিষয়ে সোহেল তাজ বা শিমু এখনো কোনো মন্তব্য করেননি। তবে দুজনের শুভাকাঙ্খী এবং বন্ধু-বান্ধবীরা তাদের বাগদানের এই আনন্দময় মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন এবং সুখী জীবন কামনা করেছেন।