Logo
Logo
×

জাতীয়

সরকারি চাকরিতে হিন্দু নিষিদ্ধের দাবি উড়িয়ে যা বলল সরকার

Icon

ইউএনবি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২৩:৩৬

সরকারি চাকরিতে হিন্দু নিষিদ্ধের দাবি উড়িয়ে যা বলল সরকার

সরকারি চাকরিতে দেশের হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার- এক্স-এ এমন দাবি করেছে টাইমস অ্যালজেব্রা। তবে এই দাবি মিথ্যা ও বায়োয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টা ২২ মিনিটে প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

টাইমস অ্যালজেব্রা নামের ওই এক্স অ্যাকাউন্টের পোস্টে বলা হয়েছে, “সরকারি চাকরিতে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার।”

“বাংলাদেশি মন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তাই, পুলিশ হোক বা সরকারি চাকরি, মুসলিমরা অগ্রাধিকার পাবে।’”


“পাস করা নতুন এক সরকারি আদেশে কনস্টেবল থেকে শুরু করে পুলিশের উচ্চ পদে নিয়োগে হিন্দু প্রার্থীদের নিষিদ্ধ করা হয়েছে। এসব পদে দেড় হাজারের বেশি হিন্দু প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।”

তবে এসব দাবি একেবারেই বানোয়াট উল্লেখ করে সিএ প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা।

Logo

অনুসরণ করুন