হাসিনাকে ফেরত আনা ছাড়াও অন্য ইস্যু নিয়ে দিল্লির সঙ্গে এগোবে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ২১:২০
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ইস্যু। এটি ছাড়াও দুই পক্ষেরই স্বার্থের আরো অনেক ইস্যু আছে। হাসিনা ইস্যুর পাশাপাশি সেগুলো নিয়ে দিল্লির সাথে সম্পর্ক এগিয়ে নেবে ঢাকা।’
আজ বুধবার ( ১জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তৌহিদ হোসেন।
নতুন বছরে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সাথে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
তৌহিদ হোসেন বলেন, এই সম্পর্কগুলোর মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ জড়িয়ে আছে।