Logo
Logo
×

জাতীয়

সচিবালয়ের আগুন পরিকল্পিত, মনে করছেন নৌবাহিনীর কর্মকর্তা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৮

সচিবালয়ের আগুন পরিকল্পিত, মনে করছেন নৌবাহিনীর কর্মকর্তা

সচিবালয়ের আগুন পরিকল্পিত বলে মনে করছেন অগ্নি নির্বাপণে অংশ নেওয়া নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শর্ট সার্কিট থেকে নয়, এটা পরিকল্পিতভাবে হয়ত আগুন লাগিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সচিবালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা বলেন আমিনুল ইসলাম।

এর আগে গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় দশ ঘণ্টা পর সেই আগুন নেভানো সম্ভব হয়। নৌবাহিনীর একটি দলও আগুন নেভাতে কাজ করে।

আমিনুল ইসলাম বলেন, 'আমাদের নৌবাহিনীর দল এখানে কাজ করছে। শর্ট সার্কিট থেকে নয়। মনে হল, পরিকল্পিতভাবে লাগছে। মনে হল বিভিন্ন জায়গা থেকে হয়েছে। শর্ট সার্কিট হলে একটা জায়গা থেকে হয়। এক জায়গা থেকে নয়, এটা হয়েছে কয়েকটা জায়গা থেকে।'

রাতে অগ্নিকাণ্ডের সময় দশ তলা ওই ভবনের উপরের দিকের একটি তলার এমাথায় আর ওমাথায় আগুন দেখা যায়। বিষয়টি নিয়ে অনেকেই সোশাল মিডিয়ায় সন্দেহ প্রকাশ করেন।

Logo

অনুসরণ করুন