সচিবালয়ের অষ্টম তলায় পুড়ে যাওয়া কুকুর নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩
সচিবালয়ে আগুন লাগা সাত নম্বর ভবনের অষ্টমতলায় একটি কুকুরের পুড়ে যাওয়া মরদেহ পেয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে আগুন লাগা সচিবালয়ের এত উপরের তলায় কীভাবে কুকুর গেলে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ফায়ার ফাইটার মো. ইমরান শিকদার বলেন, কোনো ভবনে আগুন নেভানোর পর ঊর্ধ্বতন সাধারণত পুরো ভবন খুঁজে দেখা হয়। কারণ সেখানে আহত বা নিহত অবস্থায় কেউ থাকতে পারেন। সচিবালয়েও সেই কাজ করার সময় আমরা কুকুরের পুড়ে যাওয়া দেহটি পাই।