Logo
Logo
×

জাতীয়

সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪

সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানিয়েছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সচিবালয়ে আগুন লাগতে পারে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জাহেদ কামাল বলেন, সচিবালয়ে আগুন লাগার কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল। এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে পড়ে। এটা হতে পারে। কিন্তু প্রাথমিক কারণ এখনও আমরা বের করতে পারিনি। আগুন নেভানোর পর আমরা যখন সব জায়গা তল্লাশি করবো তখন আপনাদেরকে বলতে পারবো।

তিনি বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি তিনটি জায়গায় একসঙ্গে আগুন দেখা গেছে। যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখনও নিশ্চিত বলবো না, যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত শেষ করছি। কিন্তু এটা হতে পারে। এটা হয়েছে আমরা বলবো না। যদি শর্টসার্কিটের বিষয় থেকে থাকে, যদি একই লাইন হয়ে থাকে তাহলে এটা হতে পারে।

অগ্নিকাণ্ডে হতাহতের ব্যাপারে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ভবনের ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখন পর্যন্ত তারা জানতে পারেননি।

Logo

অনুসরণ করুন