
রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।
ডিউটি অফিসার রাফি বলেন, রাত ১টা ৫২ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে— সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে। ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তিনি আরও বলেন, আগুনের আকার বড় বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।