Logo
Logo
×

জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টা বললেন

সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন হচ্ছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ২১:২৪

সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন হচ্ছে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সীমান্তে দুর্নীতির কারণে স্থল ও জলসীমাসহ সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হচ্ছে।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সদ্য সমাপ্ত ব্যাংকক সফর নিয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সীমান্তে দুর্নীতির প্রসঙ্গ টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে প্রচুর দুর্নীতি আছে, এটা সত্য। এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে। তবে এক সীমান্ত দিয়ে যে তারা ঢুকছে বিষয়টা এমন নয়। বিভিন্ন সীমান্ত দিয়ে ঢুকে পড়ায় আটকানো খুব কঠিন হচ্ছে।

তিনি বলেন, আর ঢল আসবে বলে মনে করি না। যদিও অনেকে এই আশঙ্কা করছেন, আমাদেরও এমন আশঙ্কা আছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সেই ঢল আটকানোর ব্যবস্থা করতে হবে।

গত দুই মাসে রাখাইন থেকে বাংলাদেশে নতুন করে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেবো না। তবে পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আমাদের কিছু আর করার থাকে না। সে রকম পরিস্থিতিতে আমরা ৬০ হাজার রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। আনুষ্ঠানিকভাবে যে তাদের ঢুকতে দিয়েছি, তা-ও না। তারা বিভিন্ন পথে ঢুকেছে।

ব্যাংক সফর প্রসঙ্গে তিনি বলেন, থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসার সভাপতিত্বে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ব্যাংককে ছয় দেশের মধ্যে একটি অনানুষ্ঠানিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অন্যদের মধ্যে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে উপস্থিত ছিলেন।

Logo

অনুসরণ করুন