Logo
Logo
×

জাতীয়

জামিন পেলেন পিকে হালদার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৫

জামিন পেলেন পিকে হালদার

পুরোনো ছবি

বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের অন্যতম সহযোগী এবং বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) জামিন মঞ্জুর করেছে কলকাতার আদালত। একই মামলায় অভিযুক্ত তার দুই সহযোগী স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্রকেও জামিন দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার বহুল আলোচিত এই মামলাটির শুনানি হয় কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট-১ বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে। শুক্রবার সকালে আদালত জামিনের আদেশ দেয়। মামলার পরবর্তী শুনানি ৯ জানুয়ারি। 

উত্তম মিস্ত্রি ও স্বপন মিস্ত্রির আইনজীবী শেখ আলী হায়দার বলেন, পি কে হালদারসহ তিনজনকেই ১০ লাখ রুপি জামানতে জামিন দিয়েছে আদালত। 

Logo

অনুসরণ করুন