এসবিপ্রধান রফিকুলসহ পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:৫১
রফিকুল ইসলাম, মো. ইসরাইল হাওলাদার ও মো. গোলাম রসুল।
পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপনে এসবি প্রধানের দায়িত্ব দেওয়ার এক মাস ২৩ দিনের মাথায় রফিকুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ) বদলি করা হয়। তিনি এখন এটিইউ প্রধানের দায়িত্ব পেলেন।
এছাড়া দুইজন ডিআইজি ও একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. গোলাম রসুলকে এসবিতে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
শেখ হাসিনা সরকার পতনের পর ১৩ আগস্ট এসবির প্রধান হিসেবে দায়িত্ব পান মো. শাহ আলম। তবে তার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে অক্টোবরে অবসরে পাঠায় সরকার। এরপর এসবি প্রধান হন গাজীপুর মহানগরী পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম।