ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কোথায়, অবশেষে তা জানা গেল। নিশ্চিত তথ্য মিলেছে গত ৮ নভেম্বর তিনি ভারতের কলকাতায় পৌঁছেছেন। ভারতের দায়িত্বশীল কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তবে এর আগের কয়েক মাস কাদের কোথায় ছিলেন তা এখনও রহস্য।
৫ আগস্ট থেকে ৯৫ দিন ওবায়দুল কাদের দেশেই লুকিয়ে থেকে দেশ ছাড়েন। তিনি এক বিশেষ স্থানে আদর-যত্নে দিন কাটাচ্ছিলেন। সবুজ সংকেত আসার পর সড়কপথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান। সেখান থেকে যান কলকাতা।
দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, দিল্লি নয়, কলকাতাতেই তিনি অবস্থান করবেন। ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করছিলেন। তবে শেখ হাসিনা এক্ষেত্রে নীরব।
গত জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট কাদেরের এমন মন্তব্যে আন্দোলন আরও বেগবান হয়। পরিণতিতে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়। এ কারণে হাসিনা কাদেরের ওপর যারপরনাই বিরক্ত। তাকে নিয়ে ছাত্র-জনতার মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া ছিল।