Logo
Logo
×

সাক্ষাৎকার

বাংলাদেশের মানুষ মনে করে

অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান

আল জাজিরাকে ড. ইউনূস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:১০

অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান

ড. ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দেশের জনগণের জন্য ভালো সমাধান। তারা বলছে না, অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (২৭ এপ্রিল) ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে সাক্ষাৎকারটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে আল–জাজিরা।

‘এটা কি বলা ঠিক যে শেখ হাসিনার পতনের পরের ‘মধুচন্দ্রিমা’ এখন সম্ভবত শেষ হয়েছে? কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে, যেগুলোর সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে। কারণ, পুরোনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে, অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে। যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এর সমাধান কি বাংলাদেশ একা করতে পারে?— আল জাজিরার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে করা হয় এ প্রশ্ন।

জবাবে ড. ইউনূস বলেন, মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা অন্তর্বর্তী সরকারকে সরাসরি চলে যেতে এখনও বলছে না, বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারই নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা এখনও বলছে না।

উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুসহ ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল কর্মকাণ্ডের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়েও একাধিক প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টা।

Logo

অনুসরণ করুন