Logo
Logo
×

ফিচার

বাংলাদেশের আকাশে বিরল দৃশ্য, এক সঙ্গে সাত গ্রহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৪

বাংলাদেশের আকাশে বিরল দৃশ্য, এক সঙ্গে সাত গ্রহ

পৃথিবীর আকাশে এক বিরল মহাজাগতিক দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে আজ (২৮ ফেব্রুয়ারি)। সৌরজগতের সাতটি গ্রহ—বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন—একসঙ্গে বাংলাদেশের আকাশে দৃশ্যমান হবে। 

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের ঘটনা খুবই বিরল। মহাকাশপ্রেমীদের কাছে এটি এক অপূর্ব অভিজ্ঞতা হবে।

বাংলাদেশের আকাশে বিভিন্ন সময়ে গ্রহগুলোর উদয় ও অস্ত হবে। ঢাকা থেকে পর্যবেক্ষণ করা হলে, সন্ধ্যার পর থেকে রাতভর এই গ্রহগুলোর অবস্থান দেখা যাবে।  তবে দূরত্বের কারণে সব গ্রহ খালি চোখে দেখা সম্ভব হবে না। টেলিস্কোপের সাহায্যে দেখা যাবে।

মহাজাগতিক এ দৃশ্য উপলক্ষে বিশেষ পর্যবেক্ষণের আয়োজন করেছে বেনুভিটা অবজারভেটরি।

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত 'বেনুভিটা অবজারভেটরি' এ মহাজাগতিক দৃশ্য আরও স্পষ্টভাবে উপভোগের জন্য বিশেষ পর্যবেক্ষণ কার্যক্রমের আয়োজন করেছে। এটি দেশের প্রথম এবং একমাত্র ব্যক্তি উদ্যোগে নির্মিত মানমন্দির, যেখানে বড় টেলিস্কোপের মাধ্যমে এই সাতটি গ্রহ পর্যবেক্ষণ করা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

স্থান: বেনুভিটা অবজারভেটরি, বিন্দুবাড়ি, শ্রীপুর, গাজীপুর

 উপস্থিতির সময়: বিকেল ৪টা, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

 নিবন্ধন ফি: জনপ্রতি ৩০৬০ টাকা 

 যোগাযোগ: 01771028659 (কাবেরী জান্নাত)

Logo

অনুসরণ করুন