Logo
Logo
×

বিনোদন

মায়ের চরিত্রে জনপ্রিয় হয়ে উঠেছেন শম্পা নিজাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৭:৪৪

মায়ের চরিত্রে জনপ্রিয় হয়ে উঠেছেন শম্পা নিজাম

শম্পা নিজাম ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি কাজ করেছেন বড় পর্দায়ও। মায়ের চরিত্রে বেশ জনপ্রিয় তিনি। অভিনয় জগতে ২০ বছরে পা রাখা এই অভিনেত্রীর এবার ঈদে বেশ কয়েকটি নাটক প্রচারিত হবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে। 

শম্পা নিজাম বলেন, বিনোদন জগতে ২০০৫ সালে যাত্রা শুরু করেছিলাম। আর এখন ২০২৫ সাল। দেখতে দেখতে ২০ বছর হয়ে গেল পথ চলা। ছোট পর্দার পাশাপাশি অন্তত দশটা বড় পর্দায় কাজ করেছি। 

তিনি বলেন, আমার বেশিরভাগই কাজ এখন নাটকে। ধীরে ধীরে এ পর্যন্ত সবার সাথে কাজ হয়েছে আমার। নাটকের পাশাপাশি ওবিসিও করি। 

শম্পা নিজাম বলেন, আমি কাজকে প্রচুর ভালোবাসি।  অগণিত নাটকে অভিনয় করেছি। গোনা যাবে না। কারণ গুনে রাখার মত নাটক না। এখন এত কাজ করি বলে শেষ হবে না। মাসে দেখা যায় যে ২৫ দিনই কাজ করা হয়। 

সম্প্রতি শম্পা নিজাম কাজ করেছেন 'পাপ জন্ম' নামের একটি নাটকে। নাটকটিতে তিনি হালের সেনসেশন আরোশ খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। আসছে রোজার ঈদে প্রচারিত হবে নাটকটি।

শম্পা নিজাম বলেন, ঈদ উপলক্ষে 'পাপ জন্ম' ছাড়া আরও বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। আমার বিশ্বাস প্রতিটি নাটক দর্শকপ্রিয়তা পাবে।

Logo

অনুসরণ করুন