Logo
Logo
×

বিনোদন

কবুল বলে যে কারণে কাঁদলেন মেহজাবীন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৪:৫১

কবুল বলে যে কারণে কাঁদলেন মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের বিয়ে ঘিরে কোনো কিছুর কমতি ছিল না। ঢাকার অদূরের একটি রিসোর্টে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বসেছিল এ তারকাজুটির বিয়ের আসর। 

নিজেদের আত্মীয়-স্বজন থেকে শুরু করে শোবিজাঙ্গনের তারকারাও বিয়েতে উপস্থিত ছিলেন। মেহজাবীন-রাজীব জুটির নানা মুহূর্ত এখনও ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

এরই মধ্যে অভিনেত্রী জানিয়েছেন, মায়ের শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। মেহজাবীনের কথায়, আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেই শাড়িটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার।

তবে বিয়ের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত কবুল বলার সময়। এই বিশেষ সময়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় অভিনেত্রীকে। এ সময় মেহজাবীনের চোখ পানিতে ভরে ওঠে। অন্যদিকে স্ত্রীর মুখে কবুল শুনতেই বেশ উচ্ছ্বসিত ছিলেন রাজীব। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। 

অন্য এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে একে অপরের হাত ধরে অতিথিদের সঙ্গে হাসি বিনিময় করছিলেন মেহজাবীন ও রাজীব। অতিথি-দর্শকেরাও খুব উচ্ছ্বসিত! যুগলটির বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সকলের হাতে হাতে ফোন। এমন সময় রাজীবকে কাছে টেনে গাল ছুঁয়ে দেন অভিনেত্রী। এরপরই মেহজাবীনের দুটি হাত শক্ত করেই ধরেন নির্মাতা। তখন একে অপরকে জড়িয়ে ধরেন তারা।

এ সময় প্রচণ্ড আপ্লুত হয়ে পড়েন মেহজাবীন। এক পর্যায়ে মুখ চেপে কান্না শুরু করে দেন! অনেক চেষ্টা করেও যেন সেই আবেগ ধরে রাখতে পারছিলেন না মেহজাবীন। এমন সময় হাসি দিয়ে অভিনেত্রীর গালে আদুরে স্পর্শ করলেন রাজীব; মুছে দিলেন স্ত্রীর অশ্রুসিক্ত চোখ। আর সঙ্গে সঙ্গে হেসে দিলেন মেহজাবীন।

Logo

অনুসরণ করুন