Logo
Logo
×

বিনোদন

তাহসানের স্ত্রীর বিরুদ্ধে প্রাক্তনের নানা অভিযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৫:০৯

তাহসানের স্ত্রীর বিরুদ্ধে প্রাক্তনের নানা অভিযোগ

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান শনিবার (৪ জানুয়ারি) বিয়ের খবর প্রকাশ্যে আনেন। জানান, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে। তবে তার দ্বিতীয় বিয়ের খবরে নতুন স্ত্রীর পুরোনো প্রেমের বিষয়টি আলোচনা তৈরি করেছে।

সংবাদমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন রোজার সাবেক প্রেমিক দাবি করা তরুণ উদ্যোক্তা ফায়েজ বেলাল। তিনি জানান, ২০১৬ সাল থেকে রোজার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

ফায়েজ বলেন, 'কিছু ঘটে বলেই কিছু রটে। ২০১৬ সাল থেকে সম্পর্কের শুরু, গত ৯ বছর আমাদের সম্পর্ক ছিল। গত শনিবার পর্যন্তও বিষয়টি (বিয়ে) জানতাম না আমি। তিনমাস আগে ব্রেকআপ হয়েছে। অথচ বিভিন্ন মাধ্যমে তারা বলছে―এক বছর ধরে তাদের সম্পর্ক চলছে। আমি জানি না আসলে এটা সত্য কতটুকু, মিথ্যা কতটুকু। কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে তিন-সাড়ে তিনমাস হবে। এই ব্রেকআপের কারণও তাহসানই ছিল। যেটা সত্য সেটি আমি ঢাকতে পারব না মিথ্যা দিয়ে।'

রোজার সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ৯ বছরের একটি সম্পর্ক। আমাদের চাইল্ডহুড প্রেম ছিল। চাইল্ডহুডের সেই প্রেম থেকে ওর (রোজা আহমেদ) ক্যারিয়ারে আজ এ পর্যন্ত আসা, আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে, এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল। 

প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন এ যুবক। তবে সাবেক প্রেমিকার বিয়ে হওয়ায় ব্যথিত নন বলে জানান ফায়েজ। তিনি বলেন, আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন, আমাদের তো ব্রেকআপের কারণই ছিল এটা। আপনি যদি জানেন আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমি যখন হঠাৎ শুনতে পেয়েছি তখন ব্যথিত হয়েছি। তাদের নাকি এক বছরের রিলেশনশিপ। কিন্তু আমি কনফার্ম করতে পারি এটা ভুয়া। আমার কাছে সব প্রমাণ আছে যে, আমাদের হয়তো চারমাস হবে ব্রেকআপ হয়েছে।

তিনি বলেন, তারা দাবি করছে সে (রোজা আহমেদ) নিউইয়র্ক থেকে কসমেটিক্সের ওপর ডিগ্রি লাভ করেছে। আমি আপনাকে বলছি, নিউইয়র্কে ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই। সে এইচএসসি পাস। বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয়। সে এই মিথ্যা চালিয়ে যাচ্ছে। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্টই নেই।

ফায়েজ বেলাল দাবি করেন, সে (রোজা আহমেদ) বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে ১৫ লাখ টাকার মতো নিয়েছে। সে টাকাগুলো তো আমি পাইনি, আমি জানি না সে টাকাগুলো ফেরত দেবে কিনা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানিয়েছেন, রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী। বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন ২০১৪ সালে। 

Logo

অনুসরণ করুন