Logo
Logo
×

বিনোদন

হাসপাতালের এইচডিইউতে প্রবীর মিত্র

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০৭

হাসপাতালের এইচডিইউতে প্রবীর মিত্র

অভিনেতা প্রবীর মিত্র হাসপাতালে ভর্তি হয়েছেন। অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু জটিলতা নিয়ে গত ২২ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এখন তিনি হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রয়েছেন। এ খবর নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত ইসলাম।

সিফাত ইসলাম বলেন, ‘কিছু শারীরিক জটিলতায় বাবাকে হাসপাতালে ভর্তি করি। শরীরে অক্সিজেন পাচ্ছিলো না। এরপর আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে দেওয়া হয়েছিল কেবিনে। এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে। অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ব্লাড লস হচ্ছে, প্লাটিলেটও কমে যাচ্ছে।’

Logo

অনুসরণ করুন