পর্নোগ্রাফি কাণ্ড নিয়ে মুখ খুললেন শিল্পার স্বামী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬
পর্নোগ্রাফি মামলা নিয়ে অবশেষে মুখ খুললেন ব্যবসায়ী ও অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। ভারতের একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মামলার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
সাক্ষাৎকারে রাজ বলেন, তিন বছর ধরে মিডিয়া বিভিন্ন ধরনের জল্পনা ছড়াচ্ছে। প্রথম দিকে মনে হচ্ছিল, আমার মন্তব্য করার প্রয়োজই নেই, কিছু সময় চুপ করে থাকাটাই ভালো। কিন্তু যখন গোটা বিষয়টা পরিবারের ওপর চলে আসল, তখন মনে হলো এখন কথা বলা উচিত।
২০২১ সালের ১৯ জুলাই পর্নোগ্রাফি কাণ্ডে ভারতের মুম্বাইয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ব্যবসায়ী ও অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। পরে অবশ্য তিনি জামিনও পেয়েছিলেন।
পর্ন ভিডিও তৈরি এবং তা অ্যাপের মাধ্যমে বাজারজাত করার অভিযোগ ছিল রাজ কুন্দ্রার বিরুদ্ধে। সেই সময় ৬৩ দিন আর্থার রোড জেলে রাখা হয়েছিল এই শিল্পপতিকে। সেই স্মৃতি হাতড়ে রাজ বলেন, আমাকে ৬৩ দিন আর্থার রোড জেলে রাখা হয়েছিল। পরিবারকে ছাড়া সেই সময় অত্যন্ত কঠিন ছিল আমার জন্য। আমি আদালতে লড়ছি। অবশ্যই মামলাটি জিতে যাব।
রাজ দাবি করেন, তিনি পর্নোগ্রাফির সঙ্গে কখনও যুক্ত ছিলেন না। এই ধরনের অভিযোগ সামনে আসায় তিনি কষ্ট পেয়েছিলেন। রাজ বলেন, ‘আমি দেশের বিচার ব্যবস্থার ওপর ভরসা রেখেছি। যদি আমি দোষী হই তাহলে শাস্তি দিন, না হলে অব্যাহতি দিন।’