দীর্ঘদিন পর ফের আলোচনায় মডেল ও চিত্রনায়িকা আইরিন সুলতানা। মিডিয়ার কাজ থেকে খানিকটা দূরেই চলে গেছেন এ অভিনেত্রী। নিজের ব্যবসা ও অন্যান্য কাজেই তার এখন ব্যস্ততা।
তবে হঠাৎ করেই ঘোষণা আসে তার অভিনীত ‘দুনিয়া’ নামে একটি সিনেমা মুক্তি পাচ্ছে। এরপরই আলোচনায় এ অভিনেত্রী।
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে আনিসুর রাহমান মিলন ও নিরবের সঙ্গে অভিনয় করেছেন আইরিন। পরিচালনা করেছেন সাইফ চন্দন। সিনেমাটির কাজ অনেক আগেই শেষ করা হয়েছিল। কিন্তু মুক্তির জন্য বেশ অপেক্ষা করতে হয়েছে। অবশেষে সিনেমাটির পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেয় নির্মাতা।
এ প্রসঙ্গে আইরিন বলেন, ‘সপ্তাহখানেক আগে জানতে পারলাম সিনেমাটি মুক্তি পাচ্ছে। শোনার পরই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি প্রেক্ষাগৃহে দেখার। আশা করি আজ দর্শকদের সঙ্গেই সিনেমাটি দেখব। কাজের অভিজ্ঞতা ও এর গল্প নিয়ে আশাবাদী হয়ে বলতে পারি দর্শক নিরাশ হবেন না।’
এদিকে নতুন কাজ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘নতুন কয়েকটি সিনেমার কাজ করা আছে, এদিকে কয়েকটা সিনেমা সেন্সরও হয়ে আছে। এগুলো হয়তো সামনে মুক্তি পাবে। এছাড়া নতুন সিনেমায় কাজের বিষয়েও কথা চলছে।’