Logo
Logo
×

শিক্ষা

প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে শিক্ষকদের যাওয়ার চেষ্টা, জলকামান-লাঠিচার্জ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৫:৫৭

প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে শিক্ষকদের যাওয়ার চেষ্টা, জলকামান-লাঠিচার্জ

বাধা উপেক্ষা করে তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় তাদের পুলিশ বাধা দিয়েছে। এ সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে শিক্ষকদের ওপর জলকামান ও লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ বুধবার (১২ মার্চ) বেলা দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে শিক্ষকেরা তাদের দাবি জানিয়ে আসছিলেন। তবে তারা এ নিয়ে আশ্বাস না পাওয়ায় আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন।

আজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মিছিলটি কদম ফোয়ারার কাছাকাছি এলে পুলিশ তাদের বাধা দেয় এবং বোঝানোর চেষ্টা করেন, একসঙ্গে এতজনকে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার সুযোগ নেই। কয়েকজন প্রতিনিধি মিলে সেখানে যেতে বলা হলেও তারা রাজি হননি।

পরে বাধা উপেক্ষা করে শিক্ষকেরা সামনের দিকে যেতে চাইলে পুলিশ আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ করে। তাতেও ফেরানো যায়নি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে।

Logo

অনুসরণ করুন