Logo
Logo
×

শিক্ষা

জাবিতে টিপ-ঘোমটা পরিয়ে যুবককে ছাত্রীদের হলে নেওয়া

এখন পর্যন্ত যা জানা গেল

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৪:৪৯

এখন পর্যন্ত যা জানা গেল

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের হলে শাড়ি পরিয়ে বহিরাগত যুবককে হলে নেওয়ার ঘটনায় সেই আবাসিক ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় যুবকের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ রবিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বিএ ম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এ ছাড়াও বিষয়টি তদন্তের জন্য নওয়াব ফয়জুন্নেসা হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক হাবিবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ।

বহিষ্কার হওয়া ওই শিক্ষার্থীর নাম অর্পা খন্দকার চাঁদনী। সে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী। নওয়াব ফয়জুন্নেসা হলের আবাসিক ছাত্রী।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযুক্ত যুবক আশরাফুল ইসলাম পারভেজের বিরুদ্ধে একটি মামলা করেছেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক। তিনি বলেন, আসামি থানা হেফাজতে আছে। আগামীকাল সোমবার তাকে আদালতে চালান করে দেওয়া হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে ওই ছাত্রীর সঙ্গে হলে প্রবেশ করেন আশরাফুল নামের এক বহিরাগত যুবক। এ সময় তার কপালে টিপ, পরনে প্লাজো ও ঘোমটা দিয়ে মুখ ঢাকা ছিল। তার পোশাক ও হাঁটার ধরন দেখে হলের কয়েকজন ছাত্রীর সন্দেহ হলে বিষয়টি হল সুপারকে জানানো হয়।

একপর্যায়ে সিসিটিভি ফুটেজ দেখে হল সুপারসহ কয়েকজন গিয়ে ওই ছাত্রীর কক্ষে আশরাফুলকে দেখতে পান। এরপর তাকে আটক করে হল প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Logo

অনুসরণ করুন