
চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে স্থানীয় পত্রিকা ‘দৈনিক মাথাভাঙ্গা’ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে দলটি।

স্থানীয় বিএনপি জানায়, গত ১৮ জুন এই কমিটির আহ্বায়ক মো. রিপন হোসেনের স্বাক্ষরিত পত্রে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠন, ইসলামি আন্দোলন, খেলাফত মজলিস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে জীবননগর প্রেসক্লাবে আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়। এছাড়া এদিন জামায়াতে ইসলামীর দলীয় অনুষ্ঠান থাকায় তাদের সুবিধাজনক সময় একই অনুষ্ঠান তাদের জন্য আয়োজন করা হবে বলে জানানো হয়।

জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সেই পরিচিতি ও মতবিনিময় সভায় বিএনপি, ইসলামি আন্দোলন, খেলাফত মজলিস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত হয়ে বক্তব্য দেন। এই সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।

বিএনপির নেতারা বলছেন, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকা এই সংবাদটি "জীবননগর প্রেসক্লাব দখল করে ফ্যাসিস্ট মুক্ত করার ঘোষণা দিলো বিএনপি" শিরোনামে প্রকাশিত হয়েছে। এছাড়া জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ১৬ জুন গঠিত হয়েছে বলে দৈনিক মাথাভাঙ্গায় ১৭ জুন সংবাদ প্রকাশ হলেও, ১৯ জুনে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ১৮ জুন নতুন কমিটি আত্মপ্রকাশ করে। বিষয়টি পত্রিকার প্রকাশিত সংবাদের সঙ্গেই সাংঘর্ষিক। আর বিএনপিকে নিয়ে প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যপ্রণোদিত।

কারণ বিএনপির নেতারা আমন্ত্রিত অতিথি হয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। আর সংবাদের শিরোনামের সঙ্গে পুরো সংবাদটি সাংঘর্ষিক। এছাড়া বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হলেও দলীয় কোনো বক্তব্য নেওয়া হয়নি। এমনকি কারও সঙ্গে যোগাযোগও করা হয়নি।