Logo
Logo
×

সারাদেশ

হাওরে ধানকাটার সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৬:৪৭

হাওরে ধানকাটার সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে একজন কৃষাণীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সাড়ে ৮টায় মিঠামইনের শান্তিগঞ্জ হাওরে ও বেলা ১১টায় অষ্টগ্রাম উপজেলার হালালপুর এবং কলমা হাওরে এই বজ্রপাতের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, ফুলেছা বেগম (৬৫), ইন্দ্রজীত দাস (৩৬) ও স্বাধীন মিয়া (১৪)।

এদের মধ্যে ফুলেছা বেগম মারা যান মিঠামইন হাওরে। তিনি উপজেলার রাণীগঞ্জ কেওয়ারজোড় এলাকার মৃত আশ্রাব আলীর স্ত্রী।

অষ্টগ্রাম হাওরে প্রাণ হারান কৃষক ইন্দ্রজীত। তিনি উপজেলার হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে। এছাড়াও স্বাধীন মিয়া (১৪) নামের একটি শিশু মারা গেছে। খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে সে।

স্থানীয় এলাকাবাসী ঘটনার উল্লেখ করে বলেন, আজ সকালে বাড়ির পাশে ধানের খর শুকাতে দিচ্ছিলেন ফুলেছা বেগম। এ সময় বজ্রপাত হলে তার প্রাণহানি ঘটেছে।

অপরদিকে সকালে ইন্দ্রজীত দাস বাড়ির পাশে হালালপুর হাওরে পাকা ধান কাটছিলেন। তখন বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইন্দ্রজীত দাসের। একই সময় খয়েরপুর হাওরে স্বাধীন মিয়া ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। খবর পেয়ে পুলিশ দুই ঘটনাস্থলেই গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Logo

অনুসরণ করুন