অভিনব কায়দায় চোলাই মদ তৈরির উপকরণ ও চোলাই মদ বিক্রির অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৯:৩৮
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুরে অভিনব কায়দায় চোলাই মদ তৈরির উপকরণ এবং চোলাই মদ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এই চোলাই মদের কারণে এলাকার কিশোর-যুবকসহ শ্রমিক শ্রেণির মানুষেরা বিপথে যাওয়ার পাশাপাশি এলাকায় ছোটখাটো অপরাধ বাড়ছে। চোলাই মদ তৈরির উপকরণ ও চোলাই মদ বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সূধীসমাজের লোকজন।
গ্রামবাসী জানান, গঙ্গাদাসপুর পূর্বপাড়ার মৃত সাহাবদ্দীনের ছেলে রিপন মুদি দোকানের আড়ালে অভিনব কায়দায় চোলাই মদ তৈরির উপকরণ বিক্রি করেন। এছাড়াও তিনি নিজেও চোলাই মদ তৈরি করে করোতোয়া খালে পানির মধ্যে পাইপের মাধ্যমে লুকিয়ে রেখে বিক্রি করেন। অভিযোগ রয়েছে, স্থানীয় একজন প্রভাবশালী যুবক তাকে আশ্রয় দিচ্ছেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক গঙ্গাদাসপুর গ্রামের কয়েকজন বলেন, আমরা প্রতিবাদ করতে পারি না, কারণ স্থানীয় প্রভাবশালী এক যুবক তাকে সেল্টার দিচ্ছেন। এতে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।