Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জে বিএনপি নেতার জমি দখল করে ড্রেজিং

প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ২০:৪৯

মানিকগঞ্জে বিএনপি নেতার জমি দখল করে ড্রেজিং

জমি দখল করে ড্রেজিং ইনসেটে (বাঁমে) অভিযোগের কপি ও (ডানে) অভিযুক্ত আলেক মিয়া।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল এবং অবৈধ ড্রেজার বসিয়ে ফসলি জমি নষ্টের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি সভাপতি ও তার লোকজনের বিরুদ্ধে। 

অভিযোগ উঠেছে, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলেক মিয়ার নেতৃত্বে দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও দৌলতপুর উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক লুৎফর রহমান স্থানীয় ভূমি অফিসারের নাম ভাঙিয়ে ধামশ্বর ইউনিয়নের মূখলেজা মৌজা এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে ফসলি জমি নষ্ট করছেন। 

আলেক মিয়া ও তার লোকজনের এই দখলদারিত্ব ও চাঁদাবাজির প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করায় প্রাণনাশের ভয়ে আছেন ভুক্তোভোগী ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শওকত। 

শওকত বলেন, ‘আমার ফসলি জমি রক্ষার জন্য আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছি, স্থানীয় বিএনপি নেতা মো. আলেক মিয়া দলীয় প্রভাব খাটিয়ে দুর্বৃত্তদের সাথে নিয়ে প্রশাসনের নাম ভাঙিয়ে নষ্ট করছে আবাদি ফসলের জমি।’ 

ভুক্তভোগী শওকত আরও বলেন, ‘আমি প্রশাসনকে জানিয়েছি এবং তাদের সঙ্গেও যোগাযোগ করেছি, কিন্তু এখন আমি এবং আমার পরিবার হুমকির মধ্যে আছি। প্রতিবাদ করায় তারা আমাকে খুনের হুমকি দিয়েছে।’ 

ভুক্তভোগী কয়েকজনের অভিযোগ, ধামশ্বর ইউনিয়নের ভূমি অফিসের নায়েব আনছার আলী ড্রেজারে এই অবৈধ কাজ বন্ধের নির্দেশ দিলেও অভিযুক্তরা তোয়াক্কা না করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। এতে স্থানীয় কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং তারা চরম বিপদে পড়েছেন। এ পরিস্থিতিতে প্রশাসনের কাছ থেকে দ্রুত অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। 

এসব অভিযোগের ব্যাপারে ইউনিয়ন বিএনপির সভাপতি আলেক মিয়া বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন। ইউএনও অফিস থেকে, পুলিশ প্রশাসন থেকে লোক এসে দেখে গেছে। এটা আমার পুকুর। পুকুর খনন করেছি গত বছর।’

দলের প্রভাব খাটিয়ে তিনি এটা করছেন—এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘বিএনপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। এরকম নাম ভাঙিয়ে রাতকে দিন করে না বিএনপি। আপনাদের (প্রতিবেদককে) যদি সন্দেহ থাকে এলাকায় আসেন। আমি এলাকায় আছি।’ 

তিনি উল্টো অভিযোগকারীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার হুমকি দিয়ে বলেন, ‘আমি নিজের পুকুর খনন করবো, সংস্কার করবো, সেখানে ওদেরকে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে। আমি মামলা করতেছি তাদের বিরুদ্ধে।’

এদিকে, এই ব্যাপারে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসানুল নূরের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। 

আহসানুল নূর অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওখানে আমাদের তহশিলদারতে পাঠানো হয়েছে, ওদেরকে ড্রেজিং বন্ধ করতে বলা হয়েছে। ঘটনা হচ্ছে একজন অ্যাডভোকেটের (আলেক মিয়া পেশায় আইনজীবী), আমরা তাকে ফোন দিয়ে বলেছি। আমরা গতকালকেও ওই এলাকায় মোবাইল কোর্ট করেছি। মোবাইল কোর্টে ৪ নং খুলসী ইউনিয়নের এক মেম্বারকে দুই লাখ টাকা জরিমানা করেছি।’ 

তিনি আরও বলেন, ‘একইভাবে আমরা তাদেরকে ড্রেজিং বন্ধ করতে বলেছি। যদি তারা বন্ধ না করে সেক্ষেত্রে আমরা তাদেরকেও জরিমানা করবো। তারা আমাকে বলেছে তারা বন্ধ করবে। একটু আগে জানিয়েছে তারা বন্ধ করেছে। পরবর্তীতে আমরা আরও খোঁজখবর রাখবো। যদি দেখি উনারা বন্ধ করেনি, তাহলে আমরা আবার মোবাইল কোর্ট করবো।’ 

Logo

অনুসরণ করুন