সাংবাদিক সামিকে ক্ষমা চাইতে বিএনপির কেন্দ্রীয় নেতার হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৫:০৪
প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামিকে ক্ষমা প্রার্থনার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। তার অভিযোগ, তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য পোস্ট করেছেন সামি।
শনিবার (১১ জানুয়ারি) হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জিকে গউছ এ কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, গত ২১ ডিসেম্বর তাঁকে ও তাঁর ভাইদের নিয়ে জুলকারনাইন সায়ের নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে মিথ্যা তথ্য পোস্ট করেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টটি প্রত্যাহার না করলে তিনি সাইবার আইনে মামলা করবেন।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল ইসলাম, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীসহ বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জুলকারনাইন সায়ের সামি গত বছর ২১ ডিসেম্বর ফেসবুকে একটি পোস্টে কিছু গোয়েন্দা তথ্য প্রকাশ করেন। তাতে জিকে গউছের বিরুদ্ধে টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের মামলা থেকে বাদ দেওয়াসহ নানাভাবে অর্থ আত্মসাতের অভিযোগ ও তথ্য উপাত্তের উল্লেখ রয়েছে।