Logo
Logo
×

সারাদেশ

বাধা উপেক্ষা করে লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৯:১১

বাধা উপেক্ষা করে লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কোনো চুক্তি ছাড়াই শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএসএফ সদস্য ও নির্মাণ শ্রমিকদের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ক্লাব পাড়ার ৮/৪১ পিলার এলাকায় শূন্য লাইন বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেখা যায়।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, কৃষি কাজ ছাড়া শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কোনো দেশ বেড়া বা কোনো স্থাপনা নির্মাণ করতে পারে না।

খবর পেয়ে বিজিবি সদস্যরা হস্তক্ষেপ করলে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে দিতে বাধ্য হন। তবে এর কিছুক্ষণ পরেই বিএসএফের একটি বড় দল এসে জোরপূর্বক বেড়া নির্মাণের কাজ শুরু করে।

৫১ বিজিবির আওতাভুক্ত বিজিবির পানবাড়ী কোম্পানির কমান্ডার জামিল আহমেদ বলেন, টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে।

Logo

অনুসরণ করুন