Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে মদ পানে ৪ জনের মৃত্যু, অসুস্থ আরও ৪

Icon

ইউএনবি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ২৩:০৮

রাজশাহীতে মদ পানে ৪ জনের মৃত্যু, অসুস্থ আরও ৪

রাজশাহীতে মদ পানে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও চারজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি)  দিবাগত রাতে মোহনপুর উপজেলায়এ ঘটনা ঘটে। অসুস্থ চারজনকে রামেক হাসপাতালে নীবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিহতরা হলেন- মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ আলী, ময়েজ মন্ডলের ছেলে টুটুল, মোংলার ছেলে একদিল ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল।

রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন- দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু, মৃত জাহান আলীর ছেলে আকবর, সাঈদ আলীর ছেলে মোনা ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ‘তার সবাই মদ্যপান করে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন, যাদের মধ্যে হাসপাতালে দুজন মারা যান আর হাসপাতালে পৌঁছানোর আগেই দুজনের মৃত্যু হয়।’

Logo

অনুসরণ করুন