Logo
Logo
×

সারাদেশ

সাভারে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে বিস্ফোরণ, দগ্ধ হয়ে নিহত ৪

Icon

ইউএনবি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:১৪

সাভারে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে বিস্ফোরণ, দগ্ধ হয়ে নিহত ৪

সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষের ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে নিহত চারজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এছাড়াও অপর আরও একটি বাস দুটি গাড়িকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সসহ তিনটিতে গাড়িতে আগুন ধরে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

তিনি বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Logo

অনুসরণ করুন