Logo
Logo
×

সারাদেশ

টোল প্লাজায় প্রাইভেটকারের পেছনে বাসের ধাক্কা, ৫ নারী নিহত

Icon

ইউএনবি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫

টোল প্লাজায় প্রাইভেটকারের পেছনে বাসের ধাক্কা, ৫ নারী নিহত

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে ধলেশ্বরী টোল প্লাজায় প্রাইভেটকারের পেছনে বাসের ধাক্কায় দুই তরুণীসহ পাঁচ নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে দুই তরুণী ও প্রাইভেটকার চালকসহ সাতজন আহত হন।

আহত অবস্থায় তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের নিলে ডাক্তাররা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। প্রাইভেটকার চালকসহ দুজন চিকিৎসাধীন রয়েছেন।

মাওয়া হাইওয়ে হাসাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, হতাহতদের পরিচয় এখনও পাইনি আমরা। পরিচয় পেলে জানানো হবে।

Logo

অনুসরণ করুন