প্রেমের করে খাগড়াছড়িতে পাকিস্তানি যুবক, ফিরে যাবেন বউ নিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৫১
খাগড়াছড়ির মাটিরাঙ্গার মেয়ে তাহমিনা আক্তার বৃষ্টির সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল পাকিস্তানি যুবক আলিম উদ্দিনের। আটমাসে সেই পরিচয় প্রণয়ে রূপ নেয়। ২২ ডিসেম্বর তা পরিণয়ে পরিণত হলো।
সম্প্রতি পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন আলিম উদ্দিন (২৮)। এরপর দুজনের সম্মতি এবং পরিবারের ইচ্ছায় বিয়ে হয়।
মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের উত্তরপাড়ার আবুল হোসেনে মেয়ে বৃষ্টি। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বৃষ্টির বাবা আবুল হোসেন বলেন, ‘আমার মেয়ের সাথে দেখা করতে গত ১১ ডিসেম্বর পাকিস্তান থেকে চট্টগ্রাম আসেন আলিম উদ্দিন। ১৯ ডিসেম্বর খাগড়াছড়িতে দুজনে কোর্ট ম্যারেজ। ২২ ডিসেম্বর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমার বাড়িতে তাদের বিয়ে পড়ানো হয়।’
তিনি বলেন, ‘ছেলে পাকিস্তানি হলেও এ বিয়েতে আমরা বেশ খুশি।’
বর্তমানে আলিম উদ্দিন অবস্থান করছেন বৃষ্টিদের বাড়িতে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃষ্টির পার্সপোর্ট-ভিসার কাজ সম্পন্ন হলে বউকে নিয়ে দেশে ফিরে যাবেন বলে জানান আলিম।
মাটিরাঙ্গা থানার ইনচার্জ (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানান, তিনি এ ব্যাপারে অবগত রয়েছেন।