বিয়ের অনুষ্ঠান থেকে ওবায়দুল কাদেরের বিশ্বস্ত সহযোগী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১৭
চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিশ্বস্ত সহযোগী এম এ আজিজকে আটক করেছে পুলিশ। তিনি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি চট্টগ্রাম গিয়েছিলেন।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এম এ আজিজের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায়।
চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘রাতে একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।