Logo
Logo
×

সারাদেশ

নাচোলে দুপক্ষে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে দুই তরুণ নিহত

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৯

নাচোলে দুপক্ষে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে দুই তরুণ নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দুই কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মল্লিকপুরে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের কাছে দুপক্ষের বিবাদের সময় তাদের দুজনকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় আরও তিন-চারজন আহত হয়েছে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- নাচোল উপজেলার খলসি গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ (২০) ও চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়,  মঙ্গলবার মল্লিকপুর হাটিতে স্থানীয় বিএনপির এক নেতার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয় দুটি কিশোর গ্রুপ সামান্য ঘটনায় দ্বন্দ্বে জড়ায়। বাদানুবাদের একপর্যায়ে ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা শুরু করে এক গ্রুপ। এতে মাসুদ ও রায়হান আলী নিহত হয়। এই ঘটনায় আহত হয় আরও ৩-৪ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মুলত সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৮-১৯ বছর বয়সী ছেলেদের মধ্যে কথা-কাটাকাটি হয়। অনুষ্ঠান শেষের পরই কোপাকুপি হয়। ভেতরে অন্য কোন ঘটনা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত তরুণদের কোনো দলীয় পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

Logo

অনুসরণ করুন