Logo
Logo
×

সারাদেশ

অসুস্থ বাবাকে গজারি বনে ফেলে গেল সন্তান, হাসপাতালে নিল পুলিশ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ২২:১৮

অসুস্থ বাবাকে গজারি বনে ফেলে গেল সন্তান, হাসপাতালে নিল পুলিশ

গজারি বন থেকে অসুস্থ সাকিব আলী সরদারকে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ।। ছবি: সংগৃহীত

ষাটোর্ধ্ব অসুস্থ বাবাকে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে না রাখতে পেরে গাজীপুরের হোতাপাড়া এলাকায় গজারি বনে ফেলে রেখে যান মেয়ে ও জামাতা। সোমবার থেকে বুধবার পর্যন্ত ওই বৃদ্ধকে হোতাপাড়া এলাকার বিমান বাহিনীর ঘাঁটির উত্তর পাশের গজারি বনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়দের মাধ্যমে তিনদিন পর বিষয়টি জানতে পারেন গাজীপুরের জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম। তিনি জানান, পরে পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে বৃদ্ধকে গজারি বন থেকে উদ্ধার করে গোসল করিয়ে বুধবার রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বৃদ্ধ সাকিব আলী সরদার শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চরডিপুর গ্রামের প্রয়াত আব্দুর রশিদের ছেলে। সাবেক গাড়িচালক এই সাকিব আলী এক ছেলে ও দুই মেয়ের বাবা।

তার বরাত দিয়ে ওসি আব্দুল হালিম বলেন, সাকিব আলী সরদারের সম্পত্তি তার ছেলে কৌশলে লিখে নেন। এরপর থেকে বিরোধের জেরে ছেলে আর বাবার ভরণপোষণ করছিলেন না। এ অবস্থায় সাকিব আলী বাড্ডা এলাকায় তার বড় মেয়ের কাছে আশ্রয় নেন।

সেখানে অসুস্থ হয়ে পড়লে বৃদ্ধের মেয়ে ও মেয়ের জামাতা আরেক মেয়ে ও ছেলের সঙ্গে পরামর্শ করে তাকে গাজীপুরের জয়দেবপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নেন।

সিদ্ধান্ত অনুযায়ী গত সোমবার মেয়ে ও জামাতা তাকে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসেন। তবে অসুস্থ থাকায় বৃদ্ধকে রাখতে অপারগতা প্রকাশ করে কর্তৃপক্ষ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে জঙ্গল থেকে নোংরা অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করা হয়। তার পায়ে মলমূত্র লেগে ছিল এবং প্রস্রাবের রাস্তায় একটি ক্যানুলা লাগানো ছিল। পরে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, পরদিন হাসপাতালে গিয়ে বৃদ্ধের খোঁজখবর নেন এবং তাকে ফলসহ আর্থিক সহায়তা প্রদান করেন। সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। বৃদ্ধের মৃত্যু পর্যন্ত দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেন তিনি।

Logo

অনুসরণ করুন