এলিফ্যান্ট রোডের হোস্টেলে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১১
রাজধানীর এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকার পাশের একটি মহিলা হোস্টেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মরদেহ নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কট থানা পুলিশ এমন তথ্য নিশ্চিত করেছেন।
ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আনিকা মেহেরুননেছা নামের ওই ছাত্রী ডিজাস্টার ম্যানেজমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রেমসংক্রান্ত ইস্যুতে এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
‘ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে গতরাতে। এখনো পুলিশের হেফাজতে আছে। মেয়েটির মরদেহ ঢামেক মর্গে আছে। ছাত্রীটির বাড়ি জয়পুরহাটের নতুন হাট গ্রামে,’ বলেন এই শিক্ষক।