Logo
Logo
×

রাজধানী

উত্তরায় সবার সামনেই চাপাতি দিয়ে দম্পতির ওপর হামলা, গ্রেপ্তার ২

Icon

ইউএনবি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২

উত্তরায় সবার সামনেই চাপাতি দিয়ে দম্পতির ওপর হামলা, গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে চাপাতি দিয়ে হামলা চালানোর ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এই হামলার ঘটনা ঘটে।

ফুটপাতের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ওই ঘটনায় জড়িত মোবারক (২৪) ও রবিকে (২১) আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

ওসি জানান, অভিযুক্তদের বহনকারী মোটরসাইকেল একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হলে গ্রেপ্তাররা ওই দম্পতির সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে চালক অজ্ঞাত এক সহযোগীকে সঙ্গে নিয়ে চাপাতি বের করে ওই দম্পতির ওপর হামলা চালায়।

হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে এবং মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। চাপাতি হাতে হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ তাকে একটি চক্রের সদস্য হিসেবে শনাক্ত করেছে।

আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগী একজন বাদী হয়ে মামলা করেছেন।

Logo

অনুসরণ করুন