রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় ভয়াবহ আগুন লেগেছে। একুশে টিভির পরিচয়ে (ইটিভি)পরিচিত ভবনটির নিচ তলায় পেয়ালা রেস্টুরেন্টে রাতে সোয়া ৭৮টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ইটিভি ভবনের নিচ তলায় একটি রেস্টুরেন্টে রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। ৮টা ২৬ মিনিটে ঘটনাস্থলে গিয়ে দুটি ইউনিট কাজ শুরু করে।