আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মিছিলে পুলিশের লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২০:৫৭
রাজধানীর মতিঝিলে বুধবার এনসিটিবি কার্যালয়ের সামনে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আজকের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। জলকামান এবং সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শিক্ষাভবনের সামনে এ ঘটনা ঘটে। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার’ ওপর হামলার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ ব্যানারে একদল মানুষ সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে প্রথমে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশ লাঠিপেটা শুরু করে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়। সেখান থেকে দোয়েল চত্বর হয়ে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশ আগে থেকেই শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়েছিল। বিক্ষোভকারীরা ওই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে জলকামান ব্যবহার করে। সে সময় পুলিশ দুইটি সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে।
সেখানে কয়েক মিনিট ধরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে সরে যায়। বর্তমানে তারা রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন।