ট্রেইনি চিকিৎসকরা শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ২১:১২
মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়ানোর ঘোষণা প্রত্যাখ্যান করে ফের রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। রবিবার বেলা ১১টার পর তারা সড়কে অবস্থান নেন।
ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) ব্যানারে বিভিন্ন মেডিকেলের পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা এ কর্মসূচিতে যোগ দিয়েছেন। তারা ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন।
এ কর্মসূচিকে মহাসমাবেশ বলে দাবি করছেন চিকিৎসকরা। তারা সড়কে অবস্থান নিয়ে- ‘দাবি মোদের একটাই, ৫০ হাজার ভাতা চাই’, ‘চিকিৎসকদের দাবি মানতে হবে, মেনে নাও’, ‘ঐক্য ঐক্য, চিকিৎসকদের ঐক্য’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’– ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
ট্রেইনি চিকিৎসকদের অবরোধের কারণে বেলা সাড়ে ১১টা থেকে ঢাকার গুরুত্বপূর্ণ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।