সাবেক সেনা কর্মকর্তার মদ্যপ ছেলের গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৬:১৫
রাজধানীর ৩০০ ফিট এলাকায় বেপরোয়া গতির প্রাইভেটকারের চাপায় বুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম মুনতাসির মাসুদ (২২)। এছাড়া অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২২) নামে তার দুই বন্ধু আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগতি গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। মুনতাসির মাসুদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।
মুনতাসিরের বন্ধু ফাইয়াজ বলেন, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। ৩০০ ফিট এলাকায় যাওয়া মাত্রই বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।
জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুনের ছেলে সাদমান। আর পেছনের আসনে ছিল তাদের দুই আত্মীয়, যাদের সবাই ছিলেন মদ্যপ অবস্থায়।
৩০০ ফিট এলাকায় পুলিশ চেক পোস্টে যখন মোটরসাইকেলে করে ঘুরতে বের হওয়া বুয়েটের তিন ছাত্রের পরিচয় যাচাই করা হচ্ছিলো, ঠিক তখন এ লেভেল পড়ুয়া ছাত্র সাদমান ওই তিন শিক্ষার্থীকে গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মোহতাসিম মাসুদ। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনা জানাজানি হলে রূপগঞ্জ থানায় এসে বিক্ষোভ করে বুয়েটের কয়েকশ’ শিক্ষার্থী। তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। এ ঘটনায় তিনজনকেই আসামি করে একটি মামলা দায়ের করেছে বুয়েট কর্তৃপক্ষ।