জানা গেল রূপালী ব্যাংক ডাকাতিতে যাওয়া তরুণদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০০:৫৬
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টার পর আত্মসমর্পণ করা তিন তরুণের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- মো. লিয়ন মোল্লা নীরব (২২), মো. আরাফাত (১৬) ও সিফাত (১৬)। তিনজনই কেরানীগঞ্জের বাসিন্দা। তবে এর চেয়ে বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হাসান। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আলোচনার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করে ডাকাতরা।
ওসি জানান, ডাকাত সদস্যদের কাছ থেকে ৪টি খেলনা পিস্তল ও ২টি চাকু জব্দ করা হয়েছে। তারা ব্যাংকের ৮ জন স্টাফ ও ১০-১২ জন গ্রাহককে জিম্মি করে রেখেছিলেন, তাদের ইতোমধ্যে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভল্টও সুরক্ষিত আছে।
র্যাব-১০ অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার সাংবাদিকদের বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ব্যাংকের ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া অর্থ লোপাটও হয়নি।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।
ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান, ডাকাতরা ব্যাংকে যখন প্রবেশ করে তখন তিনি মার্কেটিংয়ের কাজে বাহিরে ছিলেন। তিনি বলেন, আগ্নেয়াস্ত্রসহ ডাকাতরা ব্যাংকে ঢুকে স্টাফ ও কয়েকজন গ্রাহককে জিম্মি করে। সবার মোবাইল ফোন নিয়ে নেয়। ডাকাতরা যখন বুঝতে পারে তারা আটকা পড়েছে, তখন এক স্টাফের মোবাইল ফোন থেকে তাকে ফোন করা হয়। তারা ১৫ লাখ টাকা ও নিরাপদ প্রস্থান দাবি করে। পরে ওই মোবাইলে দফায় দফায় ডাকাতদের সঙ্গে কথা বলেন এসপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এভাবে কয়েক ঘণ্টা চলার পর বিকাল সাড়ে ৫টার দিকে তারা আত্মসমর্পণ করে ব্যাংক থেকে বেরিয়ে আসে।