Logo
Logo
×

যাচাই

‘মানুষ পোড়ানোর সদৃশ ভিডিওটি চীনের হ্যালোইন উদযাপনের’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৪৪

‘মানুষ পোড়ানোর সদৃশ ভিডিওটি চীনের হ্যালোইন উদযাপনের’

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ পোড়ানোর সদৃশ একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে এটিকে বাংলাদেশে একজন হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্য বলে দাবি করা হয়। ছড়িয়ে পড়া এই ভিডিওটি চীনে হ্যালোইন উদযাপনের বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার জানায়, ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশে কোনো হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্যের নয়। এই দৃশ্যটি অন্তত ৬ বছর আগে চীনে হ্যালোইন উদযাপনের। ২০১৮ সালের ২৭ অক্টোবর SviatMe নামের ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত একটি ভিডিওর ফ্রেমের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল পাওয়া গেছে। সেখান থেকে ভিডিওটি চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের একটি হ্যালোইন পার্টির বলে জানা গেছে।

ফ্যাক্টচেকিং এই প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর galaxychimelong নামক ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত একটি ভিডিওতে হ্যালোইনের সাজে সজ্জিত একজনকে বিভিন্ন কার্যক্রম করতে দেখা যায়। ওই ভিডিওর সাথে ছড়িয়ে পড়া ভিডিওটির কার্যক্রমের মিল রয়েছে। সেই ভিডিওতেও জায়গাটির চীনের গুয়াংডং বলে উল্লেখ রয়েছে।


রিউমর স্ক্যানারের প্রতিবেদনটি পড়ুন এখানে

Logo

অনুসরণ করুন