Logo
Logo
×

যাচাই

উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিটি মিথ্যা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:৩৪

উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিটি মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, উপদেষ্টা আসিফ নজরুল পদত্যাগ করেছেন।

এই দাবিটির তথ্যসূত্র হিসেবে স্বাধীন নিউজ২৪৭ নামক একটি সাইটে প্রকাশিত কথিত একটি সংবাদ প্রতিবেদনকে উল্লেখ করা হয়। কথিত উক্ত সংবাদ প্রতিবেদনটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিটি সঠিক নয় বরং, কোনোরকমের নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের ডোমেইনে তৈরি একটি ভূঁইফোড় সাইটে প্রকাশিত একটি ভুয়া প্রতিবেদনের সূত্র ধরে আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তী অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে পোস্টের মন্তব্য সেকশনে পোস্টকারীকে স্বাধীন নিউজ২৪৭ নামের একটি সাইটে প্রকাশিত একটি কথিত প্রতিবেদনকে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করতে দেখা যায়। গত ১৬ মার্চে স্বাধীন নিউজ২৪৭ নামক একটি সাইটে ‘ব্রেকিং নিউজ: আইন উপদেষ্টা আসিফ নজরুল পদত্যাগ, সন্ধ্যায় সংবাদ সম্মেলনের ঘোষণা’- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। কথিত উক্ত প্রতিবেদনে বলা হয়, “সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আকস্মিকভাবে তার পদ থেকে পদত্যাগ করেছেন। আজ দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন এবং জানিয়েছেন যে আজ সন্ধ্যা ৭টায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের কারণ ব্যাখ্যা করবেন। হঠাৎ এই পদত্যাগ কেন? সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক বিচার বিভাগ ও মানবাধিকার ইস্যুতে সরকারের কিছু নীতির সঙ্গে দ্বিমত থাকায় তিনি কিছুদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন।”

তবে, গতকাল (১৬ মার্চ) আসিফ নজরুলকে কোনো সংবাদ সম্মেলনে পদত্যাগ করতে দেখা যায়নি এবং নিকট ভবিষ্যতেও পদত্যাগ করার বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য সম্প্রতি আসিফ নজরুলকে করতে দেখা যায়নি।

এছাড়া উক্ত স্বাধীন নিউজ২৪৭ ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ওয়েবসাইটটি ব্লগস্পটের ডোমেইনে একটি ব্লগিং ওয়েবসাইট। 

সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল পদত্যাগ করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

Logo

অনুসরণ করুন