Logo
Logo
×

যাচাই

ধানমন্ডি ৩২ এর বাড়ি ভাঙায় ক্ষিপ্ত হয়ে রাষ্ট্রপতির হুশিয়ারি দাবিতে পুরোনো ভিডিও প্রচার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩২

ধানমন্ডি ৩২ এর বাড়ি ভাঙায় ক্ষিপ্ত হয়ে রাষ্ট্রপতির হুশিয়ারি দাবিতে পুরোনো ভিডিও প্রচার

ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে জড়ো হয়ে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘ধানমন্ডি ৩২ ভাঙ্গায় ক্ষিপ্ত হয়েছেন রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির কঠোর হুশিয়ারি’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কোনো মন্তব্য বা হুশিয়ারি দেননি এবং সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে কেউ মুক্তিযুদ্ধের বিরোধিতা করলে তাকে গ্রেফতারের নির্দেশ দেননি বরং, ভিন্ন ঘটনার একাধিক পুরোনো ভিডিও ফুটেজ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সংযুক্ত করে উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে যুক্ত ফুটেজগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ভিডিও যাচাই- ১

আলোচিত ভিডিওটি পর্বেক্ষণের মাধ্যমে ইলেকট্রনিক গণমাধ্যম একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ‘যত বাধা আসুক, মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে: রাষ্ট্রপতি’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির আংশিক মিল রয়েছে৷ 

ভিডিওটির প্রথম ৬ সেকেন্ডের ফুটেজ আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ভিডিওটিতে সে বছর সেক্টর কমান্ডারস ফোরামের সম্মেলনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে৷ 

অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে আলোচিত দাবির কোনো সম্পৃক্ততা নেই।

ভিডিও যাচাই- ২ 

আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণের মাধ্যমে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৬ মে ‘আমি বঙ্গভবনে টপকে পড়িনি, পাবনার রাজপথ থেকে এসেছি’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়৷ উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির আংশিক মিল রয়েছে। 

ভিডিওটির ০০:৩০ থেকে ০০:৪৭ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে৷ উক্ত ভিডিওতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নিজের রাজনৈতিক জীবনের যাত্রা নিয়ে কথা বলেছেন৷ 

অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে আলোচিত দাবির কোনো সম্পৃক্ততা নেই।

গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙায় ক্ষিপ্ত হয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের মন্তব্য দাবিতে পুরোনো একাধিক ভিডিও ফুটেজ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে প্রচার করা হয়েছে; যা মিথ্যা৷ 

Logo

অনুসরণ করুন