Logo
Logo
×

যাচাই

বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমের আসলে কী হয়েছে?

Icon

রিউমর স্ক্যানার

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৭

বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমের আসলে কী হয়েছে?

২০২৩ সালে দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার ২৬তম আসরে প্রথম হওয়া হাফেজ সালেহ আহমেদ তাকরিম মারা গেছেন শীর্ষক একটি দাবি সম্প্রতি তার ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং, বাগেরহাটে মো. তাকরিম শেখ নামের আরেক হাফেজের বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার খবরের সাথে সালেহ আহমেদ তাকরিমের ছবি ব্যবহার করে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক কালবেলার ওয়েবসাইটে গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন হাফেজ মো. তাকরিম শেখ (২০)। ১৭ ফেব্রুয়ারি তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তাকরিম শেখ উপজেলার লখপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসাশিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। তিনি ভবনা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। 

এই প্রতিবেদনে তাকরিম নামে যে ব্যক্তির ছবি রয়েছে তার সাথে সালেহ আহমেদ তাকরিমের ছবির মিল পাওয়া যায়নি। 

তাছাড়া, গণমাধ্যমেও সালেহ আহমেদ তাকরিমের মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো সংবাদ আসেনি। তবে জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার ওয়েবসাইটে গত ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, হাফেজ সালেহ মো. তাকরিম সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তার শিক্ষক মুর্তজা হাসান ফয়েজি মাসুম। তিনি বলেন, ‘ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ মিথ্যা। নামের কারণে এমন বিভ্রান্তি বার বার ছড়াচ্ছে।’ 

অর্থাৎ, নামের কিছুটা মিল থাকায় অনেকে হাফেজ সালেহ আহমদ তাকরীম এর ছবি প্রচার করছেন এবং সালেহ আহমদ তাকরীম এর মারা যাওয়ার ভুল তথ্য ছড়াচ্ছেন।

সুতরাং, বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম মারা গেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

Logo

অনুসরণ করুন