Logo
Logo
×

যাচাই

১ দিনে ৬ কোটি টাকার কনডম বিক্রির 'খবর' নিয়ে যা জানা গেল

Icon

রিউমর স্ক্যানার

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩

১ দিনে ৬ কোটি টাকার কনডম বিক্রির 'খবর' নিয়ে যা জানা গেল

সম্প্রতি, জাতীয় দৈনিক প্রথম আলো ‘১ দিনেই ৬ কোটি টাকার কনডম বিক্রি করা হয়েছে’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে দাবিতে কথিত সংবাদটির একটি স্ক্রিনশট ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, “১ দিনেই ৬ কোটি টাকার কনডম বিক্রি হয়েছে” শিরোনামে প্রথম আলোর সংবাদের ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। এটি ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি প্রথম আলোতে প্রকাশিত “একদিনেই ৬ কোটি টাকার ফুল বিক্রি” শীর্ষক একটি প্রতিবেদনের শিরোনামকে সম্পাদনা করে তৈরি করা হয়েছে। 

মূল প্রতিবেদনে যশোরের ফুলের বাণিজ্য সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন উপলক্ষে ৬ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। তবে সম্পাদিত ছবিতে “ফুল” শব্দটিকে “কনডম” দিয়ে প্রতিস্থাপন করে ভুয়া তথ্য প্রচার করা হয়েছে। 

রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে প্রথম আলো এবং অন্যান্য মূলধারার গণমাধ্যমে উল্লিখিত কনডম বিক্রি সংক্রান্ত কোনো প্রতিবেদন খুঁজে পায়নি। এছাড়া, ফেসবুকে প্রচারিত ছবিটির ফন্ট এবং ফরমেট প্রথম আলোর মূল ফন্টের সাথে মিলে না। ২০১৯ সাল থেকেই এই সম্পাদিত ছবিটি ভালোবাসা দিবসের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার শেয়ার হয়ে আসছে। 

উল্লেখ্য, পূর্বেও বিষয়টি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

Logo

অনুসরণ করুন