উপদেষ্টা রিজওয়ানা হাসানের নামে ভুয়া ছবি ছড়িয়ে অপপ্রচার

রিউমর স্ক্যানার
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৬
-67ab284a22cee.jpg)
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নামে একটি আপত্তিকর ছবি ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি সৈয়দা রিজওয়ানা হাসানের নয়। বরং, প্রযুক্তির মাধ্যমে ভিন্ন এক নারীর ছবি বিকৃত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, মূল ছবিটি ২০২৩ সালে একটি ভারতীয় পর্নোগ্রাফিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। (সঙ্গতকারণে লিংক সংযুক্ত করা হয়নি)।
ছবি দুইটির তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, ভাইরাল ছবির নারীর পোশাক, পরিবেশ ও শারীরিক গঠন মূল ছবির সঙ্গে হুবহু মিললেও মুখমণ্ডল সম্পূর্ণ ভিন্ন।
সুতরাং, ভিন্ন এক নারীর আপত্তিকর ছবি বিকৃত করে তাতে সৈয়দা রিজওয়ানা হাসানের মুখমণ্ডল বসিয়ে তার নামে প্রচার করা হচ্ছে; যা বিকৃত।