Logo
Logo
×

কূটনীতি

ঢাকা সফরে সন্ধ্যার এক ঘণ্টা কোথায় ছিলেন বিক্রম মিশ্রি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৭

ঢাকা সফরে সন্ধ্যার এক ঘণ্টা কোথায় ছিলেন বিক্রম মিশ্রি

বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ সফরের খবর উভয় দেশে ব্যাপক মিডিয়া কভারেজ পেয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টা ৩৫ পর্যন্ত তিনি ঢাকার কোথায় ছিলেন? কী করেছেন?

সূত্রের বরাত দিয়ে মানব জমিন বলছে, তিন সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে বিক্রম মিশ্রি ওই সময় একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কাম বৈঠকটি হয় তার।

সেই বৈঠকে কী আলোচনা হয়েছে তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হয়। কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, সেনানিবাসস্থ বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের  নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন।

যেটুকু জানা গেছে, দুই দেশের সম্পর্কের মেঘ দূর করার বিষয়ে  ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে।

বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভাবছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। 

Logo

অনুসরণ করুন