Logo
Logo
×

কূটনীতি

ধানমন্ডির ৩২ ধ্বংস নিয়ে যা বলল ভারত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৩

ধানমন্ডির ৩২ ধ্বংস নিয়ে যা বলল ভারত

ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ধ্বংস করে দেওয়ার নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার মিডিয়া ব্রিফিংয়ে এই নিন্দা জানান। 

জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধ্বংস করে দেয়া হয়েছে। এটা নিন্দনীয়। 

তার ভাষ্য, দখলদার বাহিনী ও নিষ্পেষণকারীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বীরোচিত প্রতিরোধের প্রতীক এই বাড়ি। যারা স্বাধীনতা যুদ্ধকে মূল্যায়ন করে, বাংলা পরিচয়কে লালন করে, তারা এই বাড়ির গর্বিত গুরুত্ব সম্পর্কে অবহিত। এই বাড়িটি বাংলাদেশের জাতীয় চেতনা। এই ভাঙচুরের কড়া নিন্দা জানানো উচিত।

Logo

অনুসরণ করুন